মানুষ একদিন প্রকৃতি জয়ের নেশায় মত্ত হয়েছিল। প্রকৃতিকে জয় করতে পারলেও অবসান হলো না সেই নেশার। বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে জলে, স্থলে, অন্তরিক্ষে, মহাশূন্যে আধিপত্য বিস্তার শুরু করল। মানুষের এই বিজয়রথ মানুষকে এক ভয়ংকর গভীর সংকটে ফেলে দিল। এ সংকট বিশেষ কোনো দেশের নয়, নয় বিশেষ কোনো জাতির। এ সংকট এককভাব
রাজধানী শহর ঢাকা বাসযোগ্যতা হারিয়েছে অনেক আগেই। দূষণেও সেরাদের তালিকায় ঢাকা স্থান পেয়েছে। দীর্ঘদিন থেকেই দূষণের নগরীর হিসেবে পরিচিতি পেয়েছে দুই কোটিরও বেশি মানুষের এই প্রাণের শহর। পানি, বায়ু, শব্দ—সব ধরনের দূষণে নাজুক ঢাকা এখন সমস্ত মাত্রা অতিক্রম করে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ দূষণের নগর।